Cctv footage under public eyes :মমতা বন্দোপাধ্যায় বা তাঁর পুলিশকে নয়, রাজ্যপাল সিসিটিভির ফুটেজ দেখাবেন একশো নাগরিককে

মমতা বন্দোপাধ্যায় বা তাঁর পুলিশকে নয়, রাজ্যপাল সিসিটিভির ফুটেজ দেখাবেন একশো নাগরিককে

Cctv footage under public eyes : বাংলার পালস টিভি, ৯ মে — রাজভবনের রুদ্ধ দরজা আজ খুলে দেওয়া হচ্ছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এড সাচ কা সামনা অনুষ্ঠানে আজ রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের একশো নাগরিক কে দেখানো হবে। তবে, রাজ্যপাল এই সিসিটিভির ফুটেজ কখনোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অথবা তাঁর পুলিশকে দেখাবেন না। রাজভবন এর বিশেষ ই মেলে অথবা ফোন এ যাঁরা নাম রেজিস্ট্রি করেছেন তাঁরাই কেবলমাত্র আজ বেলা সাড়ে এগারোটায় এই ফুটেজ দেখার অধিকার পাবে। উল্লেখযোগ্য যে রাজভবন এ এক তরুনির শ্লীলতাহানির বিষয়ে রাজ্যপালের নাম জড়ায়। সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিও ওঠে। রাজ্যপাল এটিকে তৃণমূলের চক্রান্ত বলে অভিহিত করেন। তারপরই এই ফুটেজ প্রকাশ্যে দেখানোর এই প্রয়াস।

Leave a Reply