Superpowar india : সি এন এন এর চাঞ্চল্যকর রিপোর্ট — ভারতকে একুশ শতকের সুপারপাওয়ারে পরিণত করছেন তিনজন

সি এন এন এর চাঞ্চল্যকর রিপোর্ট — ভারতকে একুশ শতকের সুপারপাওয়ারে পরিণত করছেন তিনজন

Superpowar india : বাংলার পালস টিভি, ৯ মে— আমতর্জাতিক মিডিয়া হাউস সি এন এন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির সহযোগিতায় একবিংশ শতাব্দীর সুপারপাওয়ারে পরিণত হতে চলেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আঠারোশো কুড়ি সালের ব্রিটেন এর মত, উনিশশো সত্যরের দক্ষিণ কোরিয়ার মত, দুহাজার সাল এর আমেরিকার মত এবং এই সময়ের চিনের মতই শক্তিধর হয়ে উঠবে ভারত। ভারত কে সুপার পাওয়ারে পরিণফ করতে আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এবং আদানিদের আদানি ব্রাদার্স ইতিমধ্যেই ভারতে এক ডিজিটাল বিপ্লব এনেছে। যার বলে বলীযান ভারত। এই প্রকল্প এবং ভারতকে একুশ শতকের সুপারপাওয়ার এ পরিণত করতে আম্বানি ও আদানিরা দুশো বিলিয়ন ডলার বায় করেছে বলে সি এন এন একটি হিসাব দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এক সময় আমেরিকা কে বিশ্বের সুপার পাওয়ার করার জন্যে রক ফেলার যে টাকা ঢেলেছিলেন আম্বানি – আদানিদের প্রয়াস টি তার সঙ্গে তুলনীয়। ভারত যে একবিংশ শতকের সুপারপাওয়ার হচ্ছেই সেই সম্পর্কে নিশ্চিত সি এন এন জানাচ্ড যে এই ডেডলি ট্রাও এখন পরিকল্পনায় ব্যাস্ত কি ভাবে ভারতকে বিশ্বের এখনম্বর দেশ করা যায় তাই নিয়ে।

Leave a Reply