Percentage of third phase poling : আবহাওয়া নরম, ভোটদান কম হলেও উৎসাহ বেড়েছে

আবহাওয়া নরম, ভোটদান কম হলেও উৎসাহ বেড়েছে

Percentage of third phase poling : বাংলার পালস টিভি, ৮ মে —- নির্বাচন কমিশন এর সব উদ্বেগ কমিয়ে লোকসভা ভোটের তৃতীয় পর্বে ভোটদানে উৎসাহ বেড়েছে। অন্তত প্রথম দুটি পর্বের থেকে ভোট দেওয়ার উৎসাহ বেড়েছে। দুহাজার উনিশের তুলনায় প্রদত্ত ভোটের হার কম হলেও, ব্যাবধান খুব বেশি নয়। দুহাজার উনিশে এই পর্যায়ে ভোট পড়েছিল ৬৬%। এবার তৃতীয় দফার ভোটে প্রদত্ত ভোটের হার ৬৪. ৫ শতাংশ। অর্থাৎ দুহাজার উনিশ এর থেকে দেড় শতাংশ মাত্র কম। নির্বাচন কমিশন মনে করছে আবহাওয়া একটু নরম হতেই ভোটদানে উৎসাহ বেড়েছে। আসাম এ ভোট পড়েছে সব থেকে বেশি — ৮১.৩ শতাংশ।,৭৫. ৮ শতাংশ নিয়ে পশ্চিমবঙ্গ আছে দ্বিতীয় স্থানে। উত্তর প্রদেশ এবং বিহারে সব থেকে কম ভোট পড়েছে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৩ শতাংশ, বিহারে ৫৮.২ শতাংশ। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে ৫৪৩ আসনের লোকসভার অর্ধেক আসনের ভোট নেওয়া হয়ে গেল।

Leave a Reply